IQNA

বাইনুল হারামাইন-এ ইমাম হুসাইন (আ.)-এর আরবাইন উপলক্ষে লোহার সেতু স্থাপন + ছবি

20:31 - July 25, 2025
সংবাদ: 3477763
ইকনা- আসন্ন আরবাইন উপলক্ষে জিয়ারতকারীদের চলাচল সহজ করার জন্য হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাজারের কারিগরি বিভাগ বাইনুল হারামাইন (দুই পবিত্র মাজারের মধ্যবর্তী স্থান)-এ একটি লোহার সেতু স্থাপনের কাজ শুরু করেছে।

ইকনা সূত্রে আল-কাফিলের বরাতে জানা গেছে, পবিত্র আব্বাসি আস্তানা আরবাইন ইমাম হুসাইন (আ.) উপলক্ষে জিয়ারতকারীদের আগমনের প্রস্তুতির অংশ হিসেবে এই সেতু স্থাপন করছে। এই পদক্ষেপের উদ্দেশ্য হলো যাত্রাপথকে আরও শৃঙ্খলাবদ্ধ করা এবং মাতমকারী দলগুলোর চলাচলের সঙ্গে তাড়াহুড়ো বা বাধার সৃষ্টি না হওয়া।
এই লোহার সেতুটি দুটি দিকে—যাওয়া ও আসার জন্য—ব্যবহার হবে এবং তা লক্ষ লক্ষ জিয়ারতকারীদের আগমনের চাপ কমাতে সাহায্য করবে যারা আরবাইনের সময় কারবালায় আগমন করেন।
হযরত আব্বাস (আ.)এর পবিত্র মাজারের বিভিন্ন বিভাগ তাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে চেষ্টা করছে যেন ইরাক ও বাইরের দেশ থেকে আগত জিয়ারতকারীদের সর্বোত্তম সেবা প্রদান করা যায়।
নিচে এই সেতু স্থাপনের কিছু ছবি তুলে ধরা হলো:
 
4296235#
 
captcha