ইকনা- হযরত ইমাম হুসাইন (আ.) ও হযরত আব্বাস (আ.)-এর পবিত্র রওজার পাশে, বাইনুল হারামাইনে, যিয়ারতকারীরা মুহররম মাসের শেষ শুক্রবার রাতে ইবাদত ও বান্দেগী করে কাটিয়েছেন।

ইকনার এক প্রতিবেদনে আল-কাফিল সূত্রে জানানো হয়েছে, গত রাত ছিল হিজরি ১৪৪৭ সালের মুহররম মাসের শেষ শুক্রবার, এবং এই রাতে কারবালা শহরে বিপুল সংখ্যক যিয়ারতকারী উপস্থিতি ছিলেন।
পবিত্র কারবালা শহর সারামাসজুড়ে অসংখ্য যিয়ারতকারীদের স্বাগত জানায়, যারা ইমাম হুসাইন (আ.) ও তাঁর ভাই হযরত আবুল ফজল আব্বাস (আ.)-এর পবিত্র রওজা যিয়ারত করতে আসেন এবং আহলে বাইতের (আ.) প্রতি তাদের ভালোবাসা ও আনুগত্যের নিদর্শন তুলে ধরেন।
আস্তানে কুদসে আব্বাসিয়া (আব্বাস (আ.)-এর রওজার প্রশাসন) যিয়ারতকারীদের সেবা প্রদান, তাদের প্রয়োজন মেটানো ও সর্বোচ্চ মানের আতিথেয়তা নিশ্চিত করার জন্য একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা বাস্তবায়ন করেছে।
নীচে এই আধ্যাত্মিক অনুষ্ঠানের কিছু দৃশ্যচিত্র উপস্থাপন করা হলো:
4296159#