ইকনা- গ্র্যান্ড আয়াতুল্লাহ সাইয়্যিদ আলী সিস্তানি গুরুত্বারোপ করে বলেন যে বিশ্বের দেশগুলিকে, বিশেষ করে আরব ও ইসলামী দেশগুলিকে, ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করা বন্ধ করার জন্য আরও বেশি প্রচেষ্টা চালাতে হবে এবং দখলদার সরকারকে নিরীহ বেসামরিক নাগরিকদের সাহায্য পৌঁছে দিতে বাধ্য করতে হবে।

আয়াতুল্লাহ সিস্তানির দপ্তর এক বিবৃতিতে জানায়: “গাজার জনগণ বর্তমানে চরম মানবিক সংকটে দিন পার করছে, বিশেষত খাদ্যসামগ্রীর অভাবে চরম দুর্ভিক্ষে ভুগছে। এমনকি শিশু, রোগী ও বৃদ্ধরাও এর হাত থেকে রেহাই পাচ্ছে না।”
বিবৃতিতে বলা হয়: “বিশ্বের দেশগুলো—বিশেষ করে আরব ও ইসলামি রাষ্ট্রগুলো—কে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তর বন্ধ করতে এবং ইসরায়েলি দখলদার বাহিনীকে বাধ্য করতে হবে যেন তারা ত্রাণ পৌঁছানোর পথ উন্মুক্ত করে।”
আয়াতুল্লাহ সিস্তানির দপ্তর আরও বলেছে: “গাজার ভয়াবহ দুর্ভিক্ষের চিত্র, যা বর্তমানে গণমাধ্যমে প্রচারিত হচ্ছে, মানবতাবোধসম্পন্ন কোনো মানুষকে স্বাভাবিকভাবে খাওয়া বা পান করার অনুমতি দেয় না।” 4296253#