
ফিলিস্তিন আল-ইয়াওম সূত্রে ইকনা জানায়, রোববার সকালে দখলদার ইসরায়েলি সেনাদের সহায়তায় কয়েক ডজন বসতি স্থাপনকারী আল-আকসার চত্বরে প্রবেশ করে এবং তাতে তালমুদি ধর্মীয় আচার পালন ও উসকানিমূলক কর্মকাণ্ড চালায়।
জেরুজালেমে অবস্থিত ফিলিস্তিনি সূত্রগুলো জানিয়েছে, এসব সিয়োনিস্ট দখলদার ‘বাব আল-মাগারিবা’ (মরক্কান গেট) দিক দিয়ে আল-আকসায় প্রবেশ করে এবং বিশেষত পূর্বাঞ্চলীয় অংশে উসকানিমূলক আচরণ করে।
তথ্যসূত্র আরও জানায়, দখলদার সেনারা পুরনো জেরুজালেম শহরে কঠোর সামরিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে এবং মুসল্লিদের মসজিদে প্রবেশে বাধা দিচ্ছে।
এই হামলা ও অব্যাহত আগ্রাসন জায়নবাদীদের কট্টর ডানপন্থী সরকার ও চরমপন্থী মন্ত্রীদের প্রত্যক্ষ সমর্থনের ফলেই ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
এদিকে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি সাধারণ জনগণকে আহ্বান জানিয়েছে, বিশেষ করে জেরুজালেমের বাসিন্দা ও দখলদারিত্বে থাকা ফিলিস্তিনি অঞ্চলগুলোতে অবস্থানকারীদের—যাতে তারা আল-আকসা মসজিদের দিকে যাত্রা করে সেখানে অবস্থান গ্রহণ করে এবং এই পবিত্র স্থানকে সুরক্ষিত রাখে। কারণ, ইহুদিকরণ পরিকল্পনার বিরুদ্ধে ব্যাপক উপস্থিতি একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধ।
এসব আহ্বানে জোর দিয়ে বলা হয়েছে, আল-আকসা মসজিদে উপস্থিত থাকা এবং সেখানে নামাজ আদায় করা—এই মুহূর্তে দখলদারদের বিরুদ্ধে একটি বাস্তবিক পদক্ষেপ এবং তাদের প্রচেষ্টাকে ব্যর্থ করার কার্যকর উপায়; তারা চায় মসজিদটিকে তার ধর্মীয় ও জনসম্পৃক্ত পরিবেশ থেকে বিচ্ছিন্ন করতে।
সচেতন ফিলিস্তিনি কর্মীরা জোর দিয়ে বলছেন, এই সংকটময় সময়ে আল-আকসায় উপস্থিত থাকা মানেই ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ, এবং এটি জায়নবাদীদের জন্য একটি স্পষ্ট বার্তা—আল-আকসা একটি রক্তলাল "লাল রেখা", যা কোনো অবস্থাতেই লঙ্ঘনযোগ্য নয়। 4296636#