IQNA

আশুরার যিয়ারতের নিরাপত্তায় হাশদ আশ-শাবির পরিকল্পনা

0:01 - August 02, 2025
সংবাদ: 3477811
ইকনা- ইরাকের হাশদ আশ-শাবি সংগঠন ঘোষণা করেছে যে, তারা আরবিল ও কিরকুক প্রদেশের মধ্যবর্তী পথে যিয়ারতকারীদের সুরক্ষার জন্য একটি নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করেছে।
ইকনার প্রতিবেদনে, ইরাকের সরকারি বার্তা সংস্থা (ওয়া)-এর বরাতে বলা হয়েছে, বৃহস্পতিবার হাশদ আশ-শাবি সংগঠন ঘোষণা করেছে যে, তারা উত্তরাঞ্চলীয় দুই প্রদেশ আরবিল ও কিরকুকের মধ্যবর্তী পথে যাত্রীদের সুরক্ষার জন্য একটি নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, হাশদ আশ-শাবির অধীন উত্তর ও পূর্ব দিজলা অপারেশন কমান্ডের ১৬তম ব্রিগেডের ইউনিটগুলো আরবিল ও কিরকুক প্রদেশের মধ্যবর্তী সংযোগপথে ব্যাপকভাবে মোতায়েন হয়েছে। এই পদক্ষেপটি আশুরার যিয়ারতের সময় কেরবালা প্রদেশের দিকে যাতায়াতকারী পথগুলোর নিরাপত্তা নিশ্চিত করার নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে গৃহীত হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, এই বাহিনী মোতায়েনের উদ্দেশ্য হলো নিরাপত্তা চৌকি শক্তিশালী করা, স্থায়ী ও চলমান টহল কার্যক্রম চালানো যাতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত হয়—বিশেষত তারা যারা দেশের উত্তরাঞ্চল ও প্রতিবেশী দেশগুলো থেকে আসেন—এবং আশুরার যিয়ারতের সময় তাদের যাত্রা সহজতর করা। এই সময়ে ইরাকের ভেতর ও বাইরে থেকে লাখো মানুষ এতে অংশগ্রহণ করে। 4297463#
 
captcha