IQNA

কারবালা ও নাজাফে আরবাইনের উপলক্ষে এক সপ্তাহের ছুটি

14:13 - August 06, 2025
সংবাদ: 3477831
ইকনা- কারবালা ও নাজাফে ইমাম হোসেইনের (আ.) আরবাইনের আগমনের উপলক্ষে এক সপ্তাহের জন্য সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

ইকনার খবরে বলা হয়েছে, ইরাকের সরকারি বার্তা সংস্থার বরাতে, কারবালার গভর্নর নাসিফ জাসেম আল-খাতাবি ঘোষণা করেছেন, আরবাইনের উপলক্ষে রোববার থেকে কারবালা প্রদেশে ছুটি কার্যকর হবে। তবে এই ছুটি নিরাপত্তা ও জরুরি পরিষেবা বিভাগে প্রযোজ্য হবে না।।

 

এছাড়াও, নাজাফ আশরাফ প্রদেশের পরিষদ জানিয়েছে, এ সপ্তাহের বৃহস্পতিবার (৮ আগস্ট) থেকে শুরু করে বৃহস্পতিবার, ১৪ আগস্ট পর্যন্ত (২৩ মরদাদ) পুরো এক সপ্তাহ প্রদেশটিতে ছুটি থাকবে।

 

নাজাফ প্রদেশ পরিষদের প্রধান হুসেইন আল-আইসাওয়ি বলেছেন, এই ছুটির উদ্দেশ্য হলো জনগণকে ইমাম হোসেইনের (আ.) আরবাইন উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশগ্রহণ এবং যাত্রীদের (জায়েরদের) সেবা দেওয়ার সুযোগ করে দেওয়া।

 

আল-ফুরাত নিউজের বরাতে আরও জানানো হয়েছে, এই ছুটি নিরাপত্তা বাহিনী ও সেবা-প্রদানকারী প্রতিষ্ঠানের ওপর প্রযোজ্য হবে না।

 

আয়াতুল্লাহুল উজমা সিস্তানির দপ্তরের বিবৃতি অনুযায়ী, শুক্রবার ২৪ মরদাদ ১৪০৪ (১৫ আগস্ট ২০২৫), যা ২০ সফর ১৪৪৭ হিজরি, সেই দিন ইরাকে আরবাইন হোসেইনি

পালিত হবে। 4298527#

 

captcha