IQNA

নিউজিল্যান্ডে ফিলিস্তিনপন্থী সংসদ সদস্য বহিষ্কার

0:03 - August 13, 2025
সংবাদ: 3477875
নিউজিল্যান্ডের সংসদ গাজা উপত্যকার সঙ্গে সংহতি প্রকাশ এবং দখলদারদের শাস্তির দাবি জানানো এক সংসদ সদস্যকে বহিষ্কার করেছে। আরবি ২১–এর বরাত দিয়ে ইকনা জানিয়েছে, সবুজ দলের সহ-সভাপতি ক্লোই সওয়ারব্রিক ইসরায়েলি দখলদারদের ফিলিস্তিনিদের বিরুদ্ধে গাজায় চালানো অপরাধের জন্য শাস্তির ওপর জোর দেওয়ার পর সাধারণ অধিবেশন থেকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

রেডিও নিউজিল্যান্ডের প্রতিবেদনে বলা হয়েছে, আজ মঙ্গলবার সংসদের অধিবেশন বসে সরকারের সেই ঘোষণার পর, যেখানে বলা হয়েছিল আগামী সেপ্টেম্বর মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি পর্যালোচনা করা হবে।

সওয়ারব্রিক তার বক্তব্যে বলেন, বর্তমানে গাজায় যা ঘটছে এবং গত কয়েক দশক ধরে যা ঘটে আসছে, তা "জাতিগত নিধন ও গণহত্যা"। তিনি আরও অভিযোগ করেন, সরকার দ্বি-রাষ্ট্র সমাধানের আওতায় থাকা দুই দেশের মধ্যে কেবল একটিকে স্বীকৃতি দিতে চায়।

তিনি নিউজিল্যান্ড সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, এখন পর্যন্ত তারা কেবল ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছেএটি মানবাধিকারের শর্তযুক্ত হওয়ার ইঙ্গিত দেয়, যা হওয়া উচিত নয়। তিনি আবারও ইসরায়েলের ওপর ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের কারণে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান।

এরপর সংসদের স্পিকার জেরি ব্রাউনলি সওয়ারব্রিকের বক্তব্যকে "সম্পূর্ণ অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেন এবং বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাইতে বলেন। কিন্তু সওয়ারব্রিক অস্বীকৃতি জানালে ব্রাউনলি এই সপ্তাহের শেষ পর্যন্ত তাকে সংসদে প্রবেশ থেকে স্থগিত করেন। পরবর্তীতে তিনি জানান, সওয়ারব্রিক যদি বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চান, তবে বুধবার থেকেই সংসদে ফিরতে পারবেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় গণহত্যা, ধ্বংসযজ্ঞ ও জোরপূর্বক বাস্তুচ্যুত করার নীতি চালিয়ে যাচ্ছে এবং আন্তর্জাতিক আদালতের যুদ্ধবিরতির নির্দেশনা অমান্য করছে। এই গণহত্যায় ৬১ হাজার ৪৯৯ জন নিহত, ১ লাখ ৫৩ হাজার ৫৭৫ জন আহত এবং ৯ হাজারেরও বেশি নিখোঁজ হয়েছে। এছাড়া লাখো মানুষ বাস্তুচ্যুত এবং দুর্ভিক্ষে বহু মানুষের মৃত্যু ঘটেছে, যার মধ্যে রয়েছে বহু শিশু। ۴۲۹۹۶۱۶#

 

captcha