
ইকনার বরাতে আল–জাজিরা এক জরুরি খবরে জানায়, রবিবার ১৭ আগস্ট ভোরে ইয়েমেনের রাজধানী সানায় দুটি তীব্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
রয়টার্সও সানার বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে জানায় যে, রাজধানীর একটি বিদ্যুৎকেন্দ্রের নিকটে অন্তত দুটি বিস্ফোরণ হয়েছে।
আল–জাজিরা, আনসারুল্লাহর রাজনৈতিক দপ্তরের সদস্য হেজাম আল–আসাদ–এর উদ্ধৃতি দিয়ে জানায়:
“এই বিস্ফোরণগুলো শত্রু দখলদার ও দেউলিয়া শক্তির হামলার ফল, যারা শুধু সেবামূলক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে।”
ইয়েমেনের সংবাদমাধ্যম ২৬ সেপ্টেম্বর–এর প্রতিবেদনে সানার বিদ্যুৎ কোম্পানির মহাপরিচালক মিশআল আল–রিফি জানান,
“এই বিস্ফোরণের কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। দখলদার জায়নিস্টদের বিমান হামলা বিদ্যুৎকেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করায় রাজধানী সানায় সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়।”
অন্যদিকে, ইদিয়োত আহারোনত জানিয়েছে যে ইসরায়েলের নৌবাহিনী গতরাতে সানার দক্ষিণাঞ্চলের হাযিজ বিদ্যুৎকেন্দ্রের নিকটে কিছু স্থানে হামলা চালিয়েছে।
এ প্রসঙ্গে ইসরায়েলি সেনা–রেডিওও জানিয়েছে, ইয়েমেনে চালানো ওই হামলায় আনসারুল্লাহ যোদ্ধাদের ব্যবহৃত একটি জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
তারা আরও জানায়, সানায় এই হামলা মিসাইল লঞ্চার নৌকা ব্যবহার করে চালানো হয়েছে।
এর আগে ইয়েমেনের সিভিল ডিফেন্স বাহিনী জানায়, ইসরায়েলি বিমান হামলায় সানার দক্ষিণে হাযিজ বিদ্যুৎকেন্দ্রে যে অগ্নিকাণ্ড ঘটে, তারা তা নিয়ন্ত্রণে এনেছে। ۴۳۰۰۲۵۹#