IQNA

অস্ট্রেলিয়ার জায়নবাদী প্রতিনিধিদের ভিসা বাতিল

20:19 - August 19, 2025
সংবাদ: 3477906
ইকনা- অস্ট্রেলিয়া সরকার যখন ঘোষণা করেছে যে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে চায়, তখনই ইসরাইল ঘোষণা করেছে যে তারা ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের কাছে নিযুক্ত অস্ট্রেলিয়ান প্রতিনিধিদের ভিসা বাতিল করবে।

অস্ট্রেলিয়ার জায়নবাদী প্রতিনিধিদের ভিসা বাতিলএকনার বরাতে আনাদোলু সংবাদ সংস্থা জানিয়েছে, সোমবার ইসরাইল সিদ্ধান্ত নিয়েছে যে, ক্যানবেরা কর্তৃক ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা এবং কনেসেটের একজন সদস্যকে ভিসা না দেওয়ার প্রেক্ষিতে, ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষে নিযুক্ত অস্ট্রেলিয়ান প্রতিনিধিদের ভিসা বাতিল করবে।

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সাআর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে বলেছেন: আমি সিদ্ধান্ত নিয়েছি ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষে নিযুক্ত অস্ট্রেলিয়ান প্রতিনিধিদের ভিসা বাতিল করতে। অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূতকে এই সিদ্ধান্ত সম্পর্কে অবহিত করা হয়েছে।

সাআর আরও বলেন: আমি ক্যানবেরায় অবস্থিত ইসরাইলি দূতাবাসকে নির্দেশ দিয়েছি যাতে অস্ট্রেলিয়া থেকে আসা যেকোনো আনুষ্ঠানিক ভিসার আবেদনের ব্যাপারে সতর্কতার সঙ্গে পর্যালোচনা করা হয়।

ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী আরও দাবি করেন: এই সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ এবং অযৌক্তিকভাবে কিছু ইসরাইলি ব্যক্তিত্বকে, যার মধ্যে আইলেত শাকেদও রয়েছেন, ভিসা না দেওয়ার কারণে গৃহীত হয়েছে।

তিনি অভিযোগ করেন যে, অস্ট্রেলিয়ায় ইহুদিবিদ্বেষ ব্যাপক, যার মধ্যে ইহুদিদের এবং ইহুদি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সহিংসতাও রয়েছে। অথচ অস্ট্রেলিয়া সরকার মিথ্যা অভিযোগের মাধ্যমে এ পরিস্থিতিকে উসকে দিচ্ছে, যেন ইসরাইলি ব্যক্তিত্বদের সফর জননিরাপত্তা বিঘ্নিত করছে এবং অস্ট্রেলিয়ার মুসলিম জনগোষ্ঠীর জন্য হুমকি সৃষ্টি করছে।

সাআর তাঁর বক্তব্যের শেষে বলেন: এটি লজ্জাজনক এবং একেবারেই অগ্রহণযোগ্য।

২০২৪ সালের নভেম্বর মাসে, অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষ ইসরাইলের সাবেক মন্ত্রী আইলেত শাকেদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করে, যেখানে তিনি একটি সম্মেলনে অংশগ্রহণ করতে যাচ্ছিলেন। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছিল যে তাঁর সফর বিভেদ উসকে দিতে পারে

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ১১ আগস্ট ঘোষণা করেন, আসন্ন সেপ্টেম্বর মাসে জাতিসংঘের সাধারণ পরিষদে তাঁর দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।

জুলাই মাসের শেষ দিকে, ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং পর্তুগালসহ ১৫টি পশ্চিমা দেশ সম্মিলিতভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি ও গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থনে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে ইসরাইল গাজায় গণহত্যা চালিয়ে আসছে। এতে এ পর্যন্ত ৬১,৯৪৪ ফিলিস্তিনি শহীদ হয়েছেন এবং ১,৫৫,৮৮৬ জন আহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। এছাড়াও নয় হাজারেরও বেশি মানুষ এখনো নিখোঁজ রয়েছেন।

 

captcha