IQNA

গাজা সিটির ৪০ শতাংশ দখলের দাবি ইসরায়েলের  

15:18 - September 05, 2025
সংবাদ: 3478012
ইকনা- গাজা সিটির প্রায় ৪০ শতাংশ দখলে নেওয়ার কথা জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। বৃহস্পতিবার তারা এই কথা জানিয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের। 

খবরে বলা হয়, প্রায় দুই বছরের বিধ্বংসী যুদ্ধের পর ফিলিস্তিনি ভূখণ্ডের সবচেয়ে বড় নগরকেন্দ্র গাজা সিটি দখল করার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনারা।

 

 

সম্প্রতি পরিকল্পিত অভিযানের আগেই গাজা সিটি বিশেষ করে উত্তর গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল। যদিও আন্তর্জাতিক মহল ক্রমশ যুদ্ধবিরতির জন্য চাপ বাড়াচ্ছে, তবে ইসরায়েল তাদের অভিযান থামাতে রাজি নয়।

 

হামাস নিয়ন্ত্রিত গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় শুধু গাজা সিটিতেই ৪৪ জনের বেশি নিহত হয়েছেন। পুরো গাজা উপত্যকাজুড়ে নিহতের সংখ্যা অন্তত ৭৫ জন।

 

গাজার দুই মিলিয়নেরও বেশি মানুষের ভয়াবহ মানবিক বিপর্যয়কর পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় ইউরোপীয় ইউনিয়নের এক শীর্ষ কর্মকর্তা যুদ্ধটিকে ‘গণহত্যা’ হিসেবে উল্লেখ করেছেন। যদিও ইসরায়েল এ অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে, তবে বেশ কয়েকটি সরকার ও অসংখ্য মানবাধিকার সংস্থা এই শব্দটি ব্যবহার করেছে।

 

টেলিভিশনে দেওয়া এক ব্রিফিংয়ে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফরিন বলেছেন, আমরা গাজা সিটির ৪০ শতাংশ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছি। অভিযান আগামী দিনগুলোতে আরো প্রসারিত ও তীব্র হবে।

 

captcha