আল-আলম-এর বরাতে ইকনা জানায়, ইসরাইলি সেনাবাহিনী এক নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে—দখলদার বাহিনীর যুদ্ধবিমানগুলো গাজায় বহুতল ভবনগুলোতে বোমাবর্ষণ শুরু করেছে এবং সেগুলো ধ্বংস করছে।
এদিকে, ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাত্স দাবি করেছেন: “এখন গাজার জন্য নরকের দ্বার খুলে গেছে।”
তিনি আরও বলেন, দখলদার সেনারা গাজা শহরের বহুতল ভবনগুলো ধ্বংস করা শুরু করেছে। তার দাবি, এসব হামলার আগে ভবন খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল।
কাত্স, যার শাসনব্যবস্থা টানা ৭০০ দিনের যুদ্ধাপরাধ ও গণহত্যা চালিয়েও গাজাবাসী ও প্রতিরোধ শক্তিকে পরাস্ত করতে ব্যর্থ হয়েছে, হুমকি দিয়ে বলেন: হামাসকে অবশ্যই যুদ্ধ শেষ করতে দখলদারদের সব শর্ত মেনে নিতে হবে—যার মধ্যে রয়েছে সব ইসরাইলি বন্দির মুক্তি এবং প্রতিরোধ সংগঠনগুলো বিশেষত হামাসের হাতে থাকা অস্ত্র সমর্পণ।
তিনি আরও হুমকি দেন, যদি হামাস দখলদারদের শর্ত মানতে অস্বীকার করে, তবে সেটি ধ্বংস করে দেওয়া হবে। 4303472#