IQNA

জর্ডানে নারীদের কোরআন প্রতিযোগিতার জন্য নিবন্ধন শুরু

11:15 - September 17, 2025
সংবাদ: 3478079
ইকনা- জর্ডানের ওয়াক্ফ মন্ত্রণালয় দেশটিতে আয়োজিত ২১তম হাশেমি কোরআন হেফজ প্রতিযোগিতার জন্য নারীদের নাম নিবন্ধন শুরুর ঘোষণা দিয়েছে।
ইকনা’র প্রতিবেদন অনুযায়ী, altaj.news–এর বরাতে মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়—এই প্রতিযোগিতা সাতটি শাখায় অনুষ্ঠিত হবে: পবিত্র কোরআনের পূর্ণ মুখস্থ, ধারাবাহিক ২৫ পারা, ধারাবাহিক ২০ পারা, ধারাবাহিক ১৫ পারা, ধারাবাহিক ১০ পারা, ধারাবাহিক ৫ পারা এবং এক পারা মুখস্থ।
প্রতিযোগিতায় ৮ থেকে ৩০ বছর বয়সী বিভিন্ন বয়সের অংশগ্রহণকারীরা অংশ নিতে পারবেন এবং প্রতিটি শাখা নির্দিষ্ট একটি বয়সসীমার জন্য নির্ধারিত থাকবে।
নিবন্ধন চলবে ১৫ অক্টোবর ২০২৫ (২৩ مهر ۱۴۰۴) পর্যন্ত এবং আগ্রহীরা জর্ডান ওয়াক্ফ মন্ত্রণালয়ের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন:
 https://h-qran-c.awqaf.gov.jo
উল্লেখ্য, হাশেমি কোরআন প্রতিযোগিতা জর্ডানে প্রতি বছর জাতীয় ও আন্তর্জাতিকভাবে অনুষ্ঠিত হয়ে থাকে। এই প্রতিযোগিতা রাজা ও জর্ডানের ওয়াক্ফ, ধর্ম ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত হয় এবং প্রথমবার ১৯৯৩ সালে শুরু হয়েছিল।
প্রতিযোগিতা দুটি বিভাগে—মহিলা ও পুরুষদের জন্য—আয়োজন করা হয়। এর মূল উদ্দেশ্য হলো কোরআন হিফজ ও তিলাওয়াতকে শক্তিশালী করা এবং বিশেষ করে যুবসমাজের মাঝে আল-কোরআনের প্রতি যত্ন ও মনোযোগ বৃদ্ধি করা। 4305325#
 
captcha