
ইকনা-র বরাতে আল-মানার জানিয়েছে, দক্ষিণ লেবাননের নাবাতিয়া প্রদেশের তুল শহরে এক গাড়িকে লক্ষ্য করে ইসরায়েলি ড্রোন হামলা চালানো হয়। এ হামলায় দুইজন শহীদ হয়েছেন।
ইসরায়েলি বাহিনী সকালে আরও একটি ড্রোন হামলা চালায় খিয়াম শহরে (মারজায়ুন জেলায়), যেখানে ধ্বংসস্তূপ সরানোর কাজে নিয়োজিত একটি এক্সকাভেটরকে লক্ষ্যবস্তু করা হয়।
এর আগের রাতেও ইসরায়েলি বিমানবাহিনী আরব সালিম শহরে বোমাবর্ষণ করে, যাতে দুইজন শহীদ হন এবং আরও কয়েকজন আহত হন।
ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে যে তারা দক্ষিণ লেবাননের তুল গ্রামে এক গাড়িতে হামলা চালিয়ে হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ কমান্ডার আব্বাস কারাকি-কে হত্যা করেছে।
তবে পর্যবেক্ষকরা বলছেন, ইসরায়েল নিজেই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করছে এবং হামলার অজুহাত হিসেবে হিজবুল্লাহর কার্যক্রমকে ব্যবহার করছে।
এর আগে হিজবুল্লাহর সংসদীয় ফ্র্যাকশনের এক সদস্য লেবানন সরকারকে আহ্বান জানিয়েছেন, যেন তারা দ্রুত পদক্ষেপ নিয়ে ইসরায়েলের লাগাতার আগ্রাসন ও লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন বন্ধ করে।