IQNA

ইরানের সর্বোচ্চ নেতা:

পবিত্র প্রতিরক্ষার মূল্যবোধ যুব সমাজের কাছে শিল্পসম্মতভাবে পৌঁছে দিতে হবে

22:14 - December 16, 2025
সংবাদ: 3478618
ইকনা - ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি হিসেবে পবিত্র প্রতিরক্ষা যুদ্ধের (১৯৮০-৮৮) চেতনা ও মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ওপর জোর দিয়েছেন।

আজ রাতে আলবুরজ প্রদেশের ৫,৫৮০ শহিদের স্মরণে আয়োজিত জাতীয় কংগ্রেসের কর্মকর্তাদের সঙ্গে কারাজে অনুষ্ঠিত বৈঠকে প্রকাশিত ভাষণে তিনি বলেন: “আজকের যুব সমাজ আমাদের অত্যন্ত ভালো যুবক। উন্নত প্রযুক্তি ও মিডিয়ার মাধ্যমে তাদের মনে নানা ধরনের বিষয়বস্তু প্রবেশ করানোর সব ধরনের সুযোগ থাকা সত্ত্বেও তারা নিজেদের ধর্মীয় পরিচয় অক্ষুণ্ণ রেখেছে। এই সুযোগকে কাজে লাগিয়ে পবিত্র প্রতিরক্ষার মূল্যবোধগুলোকে শিল্পসম্মত, আকর্ষণীয় ও প্রাণবন্ত উপায়ে তাদের কাছে পৌঁছে দিতে হবে।”

সর্বোচ্চ নেতা পবিত্র প্রতিরক্ষাকালীন যোদ্ধাদের মধ্যে আল্লাহর সাক্ষাৎলাভের আকাঙ্ক্ষা এবং ধর্মীয় দায়িত্ববোধকে সেই যুগের শীর্ষ মূল্যবোধ হিসেবে উল্লেখ করে বলেন: “এই চেতনাগুলোকে কখনো নিভতে দেওয়া যাবে না। দুর্ভাগ্যবশত কিছু সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও দায়িত্বশীল সংস্থার আচরণে এই মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার জন্য যথাযথ প্রচেষ্টা ও উদ্যম দেখা যায় না।”

তিনি আরও বলেন, এই মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে পৌঁছাতে শিল্পসম্মত কাজ এবং অবিরাম প্রচেষ্টার প্রয়োজন। সব ধরনের কষ্ট, অর্থনৈতিক সংকট ও সমস্যা সত্ত্বেও দেশে ইসলাম ও বিপ্লবের পথে এগিয়ে যাওয়ার জন্য অসংখ্য ইতিবাচক দিক ও প্রস্তুতি বিদ্যমান— এগুলোকে আরও শক্তিশালী করতে হবে।

আলবুরজ প্রদেশের জনগণ, বিশেষ করে শহিদ পরিবার এবং শহিদ স্মৃতি কংগ্রেসের আয়োজকদের প্রশংসা করে তিনি বলেন, সারা ইরান থেকে মানুষের কারাজে উপস্থিতি একটি বড় সুবিধা। শহিদদের স্মরণ ও তাঁদের বার্তা সঠিকভাবে প্রচার করা হলে এই সুবিধার মাধ্যমে তা দেশের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।4323331#

 

captcha