IQNA

লেবাননের হিজবুল্লাহ যুক্তরাষ্ট্রে কুরআন অবমাননার তীব্র নিন্দা করেছে

8:41 - December 20, 2025
সংবাদ: 3478639
ইকনা- লেবাননের হিজবুল্লাহ এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রে এক আমেরিকান নাগরিকের কুরআন অবমাননার কর্মকাণ্ডকে কঠোরতম ভাষায় নিন্দা করে এটিকে “ঘৃণ্য অপরাধ ও নোংরা কর্ম” বলে অভিহিত করেছে।

আল-আলামের বরাত দিয়ে ইকনা জানায়, হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে: এই কর্ম মুসলিমদের পবিত্রতার প্রতি স্পষ্ট আক্রমণ এবং সব আসমানি ধর্মের ভিত্তি হিসেবে স্থাপিত ধর্মীয় মানবিক মূল্যবোধের ওপর আঘাত।

হিজবুল্লাহ যুক্তরাষ্ট্র সরকারের ভূমিকার সমালোচনা করে বলেছে, ওয়াশিংটন সরকার ধরনের অবমাননাকারীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না নেওয়া এবং মিথ্যা স্বাধীন মতপ্রকাশ বিশ্বাসের স্বাধীনতার অজুহাত দেখানোএই বিপজ্জনক উস্কানিমূলক কর্মকাণ্ডকে সম্পূর্ণভাবে আড়াল করার প্রমাণ।

বিবৃতিতে আরও বলা হয়েছে: এই অপরাধ ব্যক্তিগত নয়; এর পেছনে তারা কাজ করছে যারা বিশ্ব অহংকারী শক্তির হাতের পুতুল হয়ে ইসলাম ধর্মকে দুর্বল করার চেষ্টা করছে।

হিজবুল্লাহ লেবানন আরব ইসলামী উম্মাহ এবং সব আসমানি ধর্মের অনুসারীদের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা এই অপরাধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবচেয়ে ব্যাপক নিন্দা অভিযান শুরু করে এবং ইসলাম অন্যান্য ঐশী ধর্মের পবিত্রতা সম্মানের প্রতি যেকোনো আক্রমণের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করে। 4323747#

 

captcha