
আল-আলামের বরাত দিয়ে ইকনা জানায়, হিজবুল্লাহর বিবৃতিতে বলা হয়েছে: এই কর্ম মুসলিমদের পবিত্রতার প্রতি স্পষ্ট আক্রমণ এবং সব আসমানি ধর্মের ভিত্তি হিসেবে স্থাপিত ধর্মীয় ও মানবিক মূল্যবোধের ওপর আঘাত।
হিজবুল্লাহ যুক্তরাষ্ট্র সরকারের ভূমিকার সমালোচনা করে বলেছে, ওয়াশিংটন সরকার এ ধরনের অবমাননাকারীদের বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ না নেওয়া এবং মিথ্যা স্বাধীন মতপ্রকাশ ও বিশ্বাসের স্বাধীনতার অজুহাত দেখানো— এই বিপজ্জনক ও উস্কানিমূলক কর্মকাণ্ডকে সম্পূর্ণভাবে আড়াল করার প্রমাণ।
বিবৃতিতে আরও বলা হয়েছে: এই অপরাধ ব্যক্তিগত নয়; এর পেছনে তারা কাজ করছে যারা বিশ্ব অহংকারী শক্তির হাতের পুতুল হয়ে ইসলাম ধর্মকে দুর্বল করার চেষ্টা করছে।
হিজবুল্লাহ লেবানন আরব ও ইসলামী উম্মাহ এবং সব আসমানি ধর্মের অনুসারীদের প্রতি আহ্বান জানিয়েছে যেন তারা এই অপরাধী কর্মকাণ্ডের বিরুদ্ধে সবচেয়ে ব্যাপক নিন্দা অভিযান শুরু করে এবং ইসলাম ও অন্যান্য ঐশী ধর্মের পবিত্রতা ও সম্মানের প্রতি যেকোনো আক্রমণের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করে। 4323747#