IQNA

আয়াতুল্লাহ সিস্তানি সোমবারকে রজব মাসের প্রথম দিন ঘোষণা করেছেন

6:11 - December 22, 2025
সংবাদ: 3478649
ইকনা- আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী সিস্তানির দফতর আগামীকাল সোমবারকে রজব মাসের প্রথম দিন ঘোষণা করেছে।

আব্বাসিয়া পবিত্র রওজার তথ্য ওয়েবসাইটের বরাত দিয়ে ইকনা জানায়, নজফ আশরাফে অবস্থিত আয়াতুল্লাহিল উজমা সাইয়্যেদ আলী সিস্তানির দফতর আজ রোববারকে জমাদিউস সানির শেষ দিন ঘোষণা করেছে।

তাঁর দফতরের বিবৃতি অনুযায়ী, আগামীকাল সোমবার রজব মাসের প্রথম দিন। 4324265#

captcha