সর্বোচ্চ নেতা
        
        তেহরান (ইকনা):  ইসলামি ঐক্য প্রতিষ্ঠা এবং মুসলমানদের উচ্চ অবস্থানে পৌঁছার ক্ষেত্রে মুসলিম বিশ্বের বিশিষ্টজন এবং বিজ্ঞ তরুণদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এটা যে সম্ভব তার একটি উদাহরণ হলো ইসলামি প্রজাতন্ত্র ইরান। এই ছোট্ট চারা গাছটি ইমাম খোমেনী (রহ.)'র দিকনির্দেশনায় তৎকালীন দুই পরাশক্তির মোকাবেলায় প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয় এবং সেদিনের এই চারা গাছটি এখন এমন এক বিশাল বৃক্ষে পরিণত হয়েছে যে, কেউ সেটা উপড়ে ফেলার চিন্তাও করতে পারে না।
                সংবাদ: 3472643               প্রকাশের তারিখ            : 2022/10/14