তেহরান (ইকনা): পবিত্র মসজিদে নববিতে সুগন্ধি ছড়িয়ে দিতে এবার অত্যাধুনিক প্রযুক্তির রোবট চালু করা হয়েছে। বুধবার (১২ অক্টোবর) রোবটিকস কার্যক্রম উদ্বোধন করেন পবিত্র দুই মসজিদের পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস। প্রগ্রামিং পদ্ধতিতে রোবটের সব কাজ ডিভাইসে একবার যুক্ত করা হয়। এরপর মসজিদের নির্ধারিত স্থানে নির্দিষ্ট সময়ে সয়ংক্রিয়ভাবে জীবাণুমুক্তকরণ ও সুগন্ধি ছড়ানোর কাজ করবে।
সংবাদ: 3472645 প্রকাশের তারিখ : 2022/10/14