তেহরান (ইকনা): নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত দ্য ফাতিহ মসজিদ। নাইট অব মিউজিয়াম দিবসে হাজারের বেশি অমুসলিম দর্শনার্থী মসজিদটি পরিদর্শন করেছেন। মসজিদে এসে দর্শনার্থীরা ইসলাম, মসজিদ ও ইসলামী শিল্পকলা সম্পর্কে জানতে পারেন। আনাদুলু এজেন্সি সূত্রে জানা যায়, আমস্টারডামের নয়নাভিরাম মসজিদটি তার্কিশ দিয়ানাত ফাউন্ডেশন অধিভুক্ত একটি ধর্মীয় প্রতিষ্ঠান।
সংবাদ: 3472823 প্রকাশের তারিখ : 2022/11/15