আন্তর্জাতিক বিভাগ: ইরানের প্রভাবশালী আলেম ও তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি বলেছেন, ছয় বৃহৎ শক্তির সঙ্গে ইরানের সাম্প্রতিক পরমাণু সমঝোতার ব্যাপারে এখনই উৎফুল্ল বা শিহরিত হওয়া উচিত নয়, কারণ এই সমঝোতার টেক্সট বা লিখিত বক্তব্য এখনও চূড়ান্ত আইনি প্রক্রিয়া অতিক্রম করেনি।
সংবাদ: 3337163 প্রকাশের তারিখ : 2015/07/31