আন্তর্জাতিক ডেস্ক: আমেরিকার আলাবামা স্টেটের বার্মিংহাম ইসলামিক সেন্টারের সদস্য এবং তাফসিরের অধ্যাপক হুসাইন আব্দুল লতিফ এক বিবৃতিতে ঘোষণা করেছেন: তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল নিজেদেরকে মুসলমান বলে দাবী করে। অথচ তাদের হাতেই অধিকাংশ মুসলমানেরা নিহত হচ্ছে।
সংবাদ: 3338088 প্রকাশের তারিখ : 2015/08/02