আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে আবারো হতাহত হয়েছেন শত শত হাজি। পবিত্র মক্কার বাইরে মিনায় এবার এ ঘটনা ঘটেছে। মিনায় শয়তানকে প্রতীকী পাথর মারার সময় ভিড়ের চাপে অন্তত ২২০ জন হাজি নিহত ও ৪৫০ জন আহত হয়েছেন।
সংবাদ: 3367065 প্রকাশের তারিখ : 2015/09/24