আন্তর্জাতিক ডেস্ক: ইসরাইলের জাতীয় পরিসংখ্যান কেন্দ্র এক বিবৃতিতে জানিয়েছে, ২০১৫ সালে ইসরাইলে শিশুদের নামের ক্ষেত্রে সবচেয়ে অধিক পছন্দনীয় নাম হচ্ছে 'মুহাম্মাদ'। এই নামের পরে 'নুয়াম' এবং নুয়াহ' পর্যায়ক্রমে বেশী প্রাধান্য পেয়েছে।
সংবাদ: 2602253 প্রকাশের তারিখ : 2016/12/29