রাজনৈতিক ও সামাজিক ডেস্ক: আগামীকাল স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় তেহরান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়াতুল্লাহ হাশেমি'র নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর ইমামতিতে জানাযার নামায অনুষ্ঠিত হবে। পরে আয়াতুল্লাহ রাফসানজানির মরদেহকে ইমাম খোমেনী (র) এর মাযার প্রাঙ্গনে দাফন করা হবে।
সংবাদ: 2602331 প্রকাশের তারিখ : 2017/01/09