আন্তর্জাতিক ডেস্ক: চীনের যুদ্ধের হুঙ্কারের মধ্যেই ডোকলাম নিয়ে বেইজিংকে নাম না করে আলোচনার বার্তা মোদীর। ভারতের প্ রধানমন্ত্রী র মন্তব্য, আবহাওয়া পরিবর্তন, সন্ত্রাসবাদ-সহ একাধিক সমস্যা গোটা বিশ্বকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। আলোচনা ও তর্কের মাধ্যমেই এমন পরিস্থিতি থেকে মুক্তি মিলবে বলে আত্মবিশ্বাসী তিনি। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান এশিয়ার ঐতিহ্য বলেও মন্তব্য তাঁর।
সংবাদ: 2603584 প্রকাশের তারিখ : 2017/08/06