আন্তর্জাতিক ডেস্ক: শিকাগোর মরটন গ্রুভের মসজিদে মুসলিম সম্প্রদায়ের পুরুষরা পাশাপাশি সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। তাদের পিছনে নারীরাও আলাদা স্থানে মাথায় হিজাব পরিধান করে নামাজ আদায় করেন। একই সময়ে শিকাগো সহ বিশ্বের অন্যান্য মুসলিমরাও মক্কার দিকে দাঁড়িয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেন।
সংবাদ: 2606105 প্রকাশের তারিখ : 2018/07/01