ইসলাম ডেস্ক: ময়মনসিংহের নান্দাইল পৌর সদরের চণ্ডীপাশা স’মিল এলাকায় সোমবার দিবাগত রাতে আবুল খায়ের টোব্যাকো কোম্পানির গোডাউনসহ ছয়টি ঘর অগ্নিকা'ণ্ডে পুড়ে ছাই হয়েছে। তবে পবিত্র কোরআন শরীফ রয়েছে অক্ষ'ত। জ্বল'ন্ত সেই অগ্নিকা'ণ্ডে পু'ড়েনি কোরআন শরীফের কোনো আরবি হরফ। সেই সঙ্গে অক্ষ'ত রয়েছে দুইটি জায়নামাজ।
সংবাদ: 2609777 প্রকাশের তারিখ : 2019/12/06