তেহরান (ইকনা)- আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গণি বলেছেন, যুক্তরাষ্ট্র এবং তালেবানদের মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী এদেশের কারাগারে যে পাঁচ হাজার তালেবান বন্দী রয়েছে, তাদের মুক্তির ব্যাপারে সরকার কোন প্রতিশ্রুদি দেয়নি। মার্কিন সরকার এবং তালেবানের মধ্যে শান্তি চুক্তি সই হওয়ার একদিন পর আশরাফ গণি এই বক্তব্য দিলেন।
সংবাদ: 2610335 প্রকাশের তারিখ : 2020/03/02