চীনের প্রেসিডেন্ট;
তেহরান (ইকনা)- বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া মারণ ঘাতী করোনাভাইরাসের মূলকেন্দ্র চীনের উহান শহর পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। শি এমন সময় উহান গেলেন যখন সেখানে করোনাভাইরাসে আ্ক্রান্ত এবং মারা যাওয়ার সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে। একইসঙ্গে শি’র সফর এমন ইঙ্গিত দিচ্ছে যে চীনে হয়তো করোনাভাইরাসের মহামারি অবসান হতে চলেছে।
সংবাদ: 2610392 প্রকাশের তারিখ : 2020/03/11