তেহরান (ইকনা)- করোনাভাইরাসকে সামলা দিতে গিয়ে পুরো বিশ্বের রীতিমতো নাভিশ্বাস ওঠার মতো অবস্থা। এর মধ্যে আবির্ভাব হয়েছে হন্তা ভাইরাসে। এই ভাইরাসেরও উৎপত্তি সেই চীন। সোমবার সে দেশের ইউনান প্রদেশে হন্তা ভাইরাসে মৃত্যু হয়েছে একজনের। একটি বাসে ফিরছিলেন ওই ব্যক্তি। ওই বাসের ৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।
সংবাদ: 2610472 প্রকাশের তারিখ : 2020/03/25