তেহরান (ইকনা)- ইসরাইলে করোনা ভাইরাসে এ পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। করোনা ভাইরাসে আক্রা'ন্ত হয়েছেন ইসরাইলের স্বাস্থ্যমন্ত্রী ইয়াকোভ লিৎটজম্যান। এদিকে স্বাস্থ্যমন্ত্রী করোনায় আক্রা'ন্ত হওয়ায় ইসরাইলি গুপ্তচর সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেন এবং জাতীয় নিরাপত্তা সংস্থার প্রধান মেইর বেন শাব্বাত কোয়ারেন্টিনে চলে গেছেন।
সংবাদ: 2610523 প্রকাশের তারিখ : 2020/04/02