তেহরান (ইকনা)- ব্রিটেনের ৫৩ বছরের মুসলিম ডাক্তার আব্দুল মায়বুদ সুদারী প্রায় তিন সপ্তাহ পূর্বে সেদেশের প্রধানমন্ত্রীর নিটকে হাসপাতালের কর্মচারী ও চিকিৎসকদের জন্য সুরক্ষামূলক সরঞ্জাম এবং পিঁপিঁই সরবরাহের জন্য অনুরোধ করেছিলেন। চিকিৎসক কর্মীদের কথা চিন্তা করে তিনিই সর্বপ্রথম এই আহ্বান জানান। উদার মনের অধিকারী এই মুসলিম ডাক্তার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।
সংবাদ: 2610576 প্রকাশের তারিখ : 2020/04/11