তেহরান (ইকনা): মদিনার মসজিদে নববি কিংবা মক্কার মসজিদে হারাম, ওমরাহ ও জেয়ারতকারীদের চা -কফি-গাওয়াসহ খেজুর বিতরণ করেন অনেকেই। আল্লাহর মেহমানদের খেদমতে বিনামূল্যেই এসব বিতরণ করে থাকেন ধর্ম প্রিয় মুমিন মুসলমান। তাদেরই একজন হাজি ইসমাঈল। ৮০ বছরের এ প্রবীণ ব্যক্তি দীর্ঘ ৩০ বছর যাবত মদিনার মসজিদ নববিতে আগতদের চা -কফি বিতরণ করে চলেছেন। হাজি ইসমাঈলের আশা- ‘হাউজে কাওছারের পানি পান করার আশায় মসজিদে নববির মেহমানদের আমি চা পান করাই’
সংবাদ: 2610953 প্রকাশের তারিখ : 2020/06/13