তেহরান (ইকনা): ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট ফ্রাসোয়া ওলান্দে গতকাল শুক্রবার সতর্ক করে দিয়ে বলেছেন, সন্ত্রাসীদের সঙ্গে মুসলিমদের গুলিয়ে ফেলা ঠিক হবে না। ফ্রান্সের নিস শহরে একটি চার্চে হামলার ঘটনায় তিনজন নিহত হওয়ার পর এমন মন্তব্য করলেন ওলান্দে।
সংবাদ: 2611726 প্রকাশের তারিখ : 2020/10/31