তেহরান (ইকনা): ইসলামী প্রজাতন্ত্র ইরানের শীর্ষ মনীষী ও ইসলামী গবেষক হযরত আয়াতুল্লাহ মেসবাহ ইয়াজদি’র সুস্থতার জন্য বাহরাইনের ওয়াফাক আন্দোলনের নেতা শেখ ঈসা কাসেম দোয়া করেছেন। এসময় তিনি বিশ্বের মুমিনদের নিকটে এই আলেমের সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানান।
সংবাদ: 2611902 প্রকাশের তারিখ : 2020/12/02