নওমুসলিমের কথা;
তেহরান (ইকনা): নিজের ইসলাম গ্রহণ সম্পর্কে তিনি বলেন, আমার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। যদিও আমার আদিপুরুষদের আবাস ছিল স্কান্ডেভিয়ান অঞ্চলে। ২৩ ফেব্রুয়ারি ১৯৯৩ আমি ইসলাম গ্রহণ করি। আমি নাস্তিক না হলেও কোনো ধর্মের সঙ্গে যুক্ত ছিলাম না। মধ্য কৈশোরে আমার ভেতর ধর্মচিন্তা শুরু হয়। তখন থেকেই একত্ববাদ আমার বিশ্বাসে জায়গা করে নেয়। খ্রিস্টবাদ কখনোই আমাকে আকর্ষণ করেনি।
সংবাদ: 2612461 প্রকাশের তারিখ : 2021/03/16