iqna

IQNA

ট্যাগ্সসমূহ
গণিতবিদ আল মারাকুশির অবদান
তেহরান (ইকনা):  আবু আলী আল-হাসান আল-মারাকুশি ছিলেন একজন মরক্কোর জ্যোতির্বিজ্ঞানী ও গণিতবিদ। তিনি ত্রিকোণমিতির ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিলেন। তিনি ২৪০ টিরও বেশি তারকা বর্ণনা করেছেন। তিনি গোলাকার জ্যোতির্বিজ্ঞান এবং জ্যোতির্বৈজ্ঞানিক যন্ত্রের (সূর্যঘড়ি, অ্যাস্ট্রোল্যাবস) ওপর একটি বৃহৎ কম্পেন্ডিয়ামের লেখক, যার শিরোনাম ‘আল-মাবাদি ওয়াল-ঘায়াত। তিনি কায়রোতে এই শাস্ত্রটি লিখেছেন। এটি ১৮৩৪ সালে জে জে সেডিলোট কর্তৃক ফরাসি ভাষায় অনূদিত হয়। তিনি ‘কিতাব আল-কোতুউল মাখরুতিয়া’র (কনিক বিভাগ) লেখক।
সংবাদ: 3470957    প্রকাশের তারিখ : 2021/11/12