আন্তর্জাতিক ডেস্ক: ৮ই শাওয়াল ইসলামের ইতিহাসের এক শোকাবহ দিন। আজকের এদিনে প্রায় ৯১ বছর আগে ওয়াহাবি ধর্মদ্রোহীরা পবিত্র মক্কা ও মদিনায় ক্ষমার অযোগ্য কিছু পাপাচার ও বর্বরতায় লিপ্ত হয়েছিল। এই দিনে পবিত্র জান্নাতুল বাকি কবরস্থানে বিশ্বনবী হযরত মোহাম্মাদ (সা.)'র বংশধরদের পবিত্র মাযার ধ্বংস করে মাটির সাথে লুটিয়ে দেয় চরমপন্থি ওয়াহাবিরা।
সংবাদ: 2601192 প্রকাশের তারিখ : 2016/07/13