আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। তাই তিনি জানেন কোন কোন বিধান মানুষের জন্য সবচেয়ে কল্যাণকর বা উপযোগী এবং কিসে রয়েছে তার অকল্যাণ ও অমঙ্গল। আর যেহেতু ইসলাম মহান আল্লাহর মনোনীত সর্বশেষ ঐশী ধর্ম। তাই সবচেয়ে পরিপূর্ণ ও জীবনের সব দিকের বিধানে সমৃদ্ধ এবং সবচেয়ে ভারসাম্যপূর্ণ এ ধর্মের বিধানগুলোকে সব ক্ষেত্রে পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হলে সমাজগুলো শান্তি ও সমৃদ্ধিতে ভরে যেত। একইসঙ্গে মানুষের হতো গুণগুলোরও সর্বোচ্চ বিকাশ ঘটত এবং তাদের মর্যাদাও সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হতো।
সংবাদ: 2601195 প্রকাশের তারিখ : 2016/07/14