তেহরান (ইকনা): মুসল্লিদের পাঁচ ওয়াক্ত নামাজের আহ্বান জানায় মুয়াজ্জিন। মুয়াজ্জিনের আহ্বানে দূর হয় মানুষের গাফলতি। সাধারণত মসজিদগুলোতে বেতনসহ মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হয়। কিন্তু গ্রাম বাংলার বহু মসজিদে দ্বিনপ্রাণ বহু মানুষ বিনা বেতনে বা নামমাত্র বেতনে আজান দেন বছরের পর বছর।
সংবাদ: 3471701 প্রকাশের তারিখ : 2022/04/13