তেহরান (ইকনা): অনেককে দেখা যায়, তারা বাংলা উচ্চারণ দেখে এর অনুরূপ কোরআন পাঠ করে থাকেন। অথচ আরবি ছাড়া অন্য ভাষায় কোরআনের সঠিক উচ্চারণ অসম্ভব। তাই কোরআন শরিফকে অন্য ভাষায় লেখা বা পড়া উলামায়ে কেরামের ঐকমত্যে নাজায়েজ। এতে কোরআনের শব্দ ও অর্থ বিকৃত হয়ে যায়, যা সম্পূর্ণ হারাম।
সংবাদ: 3471703 প্রকাশের তারিখ : 2022/04/14