তেহরান (ইকনা): করোনাকালের দুই বছর পর ১০ লাখ হজযাত্রী নিয়ে পবিত্র হজ শুরু হয়েছে। গতকাল মক্কা থেকে আট কিলোমিটার দূরে মিনা প্রান্তে চলে যান তাঁরা। সেখানে তাঁরা তাঁবুতে নামাজ আদায়সহ বিভিন্ন ইবাদতে সময় কাটান। এবার বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজযাত্রী অংশ নিয়েছেন।
সংবাদ: 3472101 প্রকাশের তারিখ : 2022/07/08