IQNA

ব্রিটেনে খৃস্টান শিশুদের তুলনায় মুসলিম শিশুর সংখ্যা অধিক

23:41 - September 30, 2014
সংবাদ: 1455982
আন্তর্জাতিক বিভাগ: ব্রিটেনের বেশ কয়েকটি শহরে খৃস্টান শিশুদের তুলনায় মুসলিম শিশুর সংখ্যা অধিকে পৌঁছে গিয়েছে।

‘Gospel Herald’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সম্প্রতি ব্রিটেনের এক জরিপে পরিলক্ষিত করা যাচ্ছে যে, খুব শীঘ্রই জনসংখ্যার দিক থেকে ব্রিটেনের ব্যাপক পরিবর্তন ঘটবে।
ব্রিটেনে সর্বশেষ আদমশুমারি ২০১১ সালে হয় এবং এ পরিসংখ্যানে দেখা যায় যে, ব্রিটেনের দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহামে দুই লক্ষ্য আশি আজার নব যুবক রয়েছে। যার মধ্যে ৯৭ হাজার নব যুবক মুসলমান এবং ৯৪ হাজার নব যুবক খৃষ্টান।
‘ব্র্যাডফোর্ড’ শহরের মোট শিশুর মধ্যে ৪৫ শতাংশ শিশুই মুসলমান। লেইসেস্তের শহরে মুসলিম শিশু সংখ্যা ২৩ হাজার এবং খৃষ্টান শিশুর সংখ্যা মাত্র ১৮ হাজার। লন্ডনের ‘টাওয়ার হ্যামলেটস’ অঞ্চলে মুসলিম এবং খৃষ্টান শিশুর সংখ্যার পার্থক্য অধিক পরিলক্ষিত করা গিয়েছে। এ অঞ্চলে মোট শিশুর মধ্যে ৬২ শতাংশ শিশুই মুসলমান।
এ স্বত্বেও ইংল্যান্ড এবং এয়েলসে খ্রিস্টান ধর্মের অনুসারী সবথেকে অধিক এবং ইসলাম ধর্ম দ্বিতীয় বৃহত্তম ধর্ম।
ব্রিটেনের আন্তঃসাংস্কৃতিক সংস্থার সঙ্গে জড়িত অধ্যাপক টেড কন্টোল জানিয়েছেন: বেশ কয়েকটি কারণের জন্য ব্রিটেনে খৃষ্টানের তুলনায় মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে।
তিনি বলেন: ব্রিটেনে খৃষ্টান ধর্ম কোন সমর্থন করা হয় না, এশিয়া থেকে ব্রিটেনে মুসলিম অভিবাসনের ক্রমবর্ধমান এবং তাদের অধিক শিশু জন্ম গ্রহণের ফলে খৃষ্টানের তুলনায় মুসলিম জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

1455613

captcha