IQNA

দাগেস্তানে প্রথম কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা

19:41 - October 02, 2014
সংবাদ: 1456511
আন্তর্জাতিক বিভাগ: স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র দাগেস্তানের আহলে বাইয়েত (আ.) ইনস্টিটিউটের পক্ষ থেকে সেদেশের শিয়া মুসলমানদের উপস্থিতিতে প্রথম কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা দাগেস্তানের বিভিন্ন শহর তথা মাখাচা কালয়ে, কিজ্বলার, দ্বারবান্দ এবং মাসকাঞ্জা গ্রাম থেকে মোট ২৩ জন অংশগ্রহণকারী অংশগ্রহণ করেছেন।
এ প্রতিযোগিতায় বিচারক মণ্ডলীর রয়ে প্রথম স্থান লাভ করেছেন মাসাকাঞ্জার ‘চুবানুফ মাকসুদ’, দ্বিতীয় স্থান লাভ করেছেন দ্বারবান্দের ‘মিলিকুফুল দ্বার’ এবং যৌথভাবে তৃতীয় স্থান লাভ করেছেন দ্বারবান্দের ‘হোসেইনী ওফ রামিন’ এবং মাসকাঞ্জার ‘ঘায়িবাতুফ আলী রেজা’।
কুরআন তেলাওয়াত প্রতিযোগিতা শনিবার (২৮শে সেপ্টেম্বর) মাখাচা কালয়ে শহরের খোমেনী মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, স্বায়ত্তশাসিত প্রজাতন্ত্র দাগেস্তান রাশিয়ার একটি দেশ। এ দেশটি কাকেশাসের পূর্বে এবং কাস্পিয়ান সাগরের পশ্চিম উপকূলে অবস্থিত। এ দেশের মোট জনসংখ্যার মধ্যে ৮৭ শতাংশই মুসলমান। দাগেস্তানের মুসলমানেরা সাধারণত শিয়া এবং শাফেয়ী মাজহাবের অনুসারী। রাশিয়ায় অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরানের কালচারাল কাউন্সিলারের তত্ত্বাবধানে আহলে বাইয়েত (আ.) ইনস্টিটিউটের পরিচালিত হয়।
1456151

captcha