IQNA

মস্কো; মুসলিম নারীদের জন্য আন্তর্জাতিক শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে

21:33 - May 25, 2012
সংবাদ: 2333660
চিন্তা ও বিজ্ঞান বিভাগ: ‘রাশিয়ান ইনফরমেশন প্রসেসিং ধর্মীয় সদর সপ্তর’ ২৬শে মে, রাশিয়ান মুসলমানদের এই অন্তর্জাতিক শীর্ষ বৈঠকের কথা জানান।
ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: উক্ত শীর্ষ বৈঠক "Alvstyh" কেন্দ্র, বৈজ্ঞানিক ও শিক্ষা কেন্দ্র, রাশিয়ান মুসলিম নারী সংগঠন এবং ‘womansoul.ru’ ওয়েবসাইটের প্রচেষ্টায় ২৬শে মে, ‘Ritz-Carlton’ হোটেলের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হবে।
‘রাশিয়ান ইনফরমেশন প্রসেসিং ধর্মীয় সদর সপ্তর’ আরও জানিয়েছে, এই বৈঠক সকল আগ্রহী ব্যক্তির জন্য উন্মুক্ত থাকবে এবং এদেশের বিশিষ্ট ওলামাগণ, বর্তমান সমাজে নারীদের বিভিন্ন সমস্যা ও তার সমাধানের আলোকে নিজেদের মূল্যবান বক্তৃতা প্রদান করবেন।
উল্লেখ্য যে, এই বৈঠকে অংশগ্রহণের জন্য alshabah@wasatiya.ru ওয়েবসাইট অথবা টেলিফোন নং- +7 (906) 7194363 যোগাযোগ করে নিমন্ত্রণ পত্র সংগ্রহ করতে পারবেন।
1012999#
captcha