IQNA

ব্রিটিশ শিক্ষা মন্ত্রী; স্কুলে কোরআন বিতরণ করা হবে

15:38 - May 28, 2012
সংবাদ: 2336202
আন্তর্জাতিক বিভাগ: ব্রিটিশ শিক্ষা মন্ত্রী ‘মাইকেল ঘুইয়’ জানিয়েছে, ইংল্যান্ডের বিভিন্ন স্কুলে কোরআন বিতরণের ক্ষেত্রে কোন অসুবিধা নাই। এদেশের বিভিন্ন দাতব্য প্রতিষ্ঠানের মাধ্যমে পবিত্র কোরআন বিতরণ কর্ম সম্পন্ন করা হবে।
‘Telegraph’ সংবাদ পত্রের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: ব্রিটিশ শিক্ষা মন্ত্রী ‘মাইকেল ঘুইয়’ বিবিসি রেডিওতে প্রশ্ন উত্তর সাক্ষাতকারে বলেছে, যদি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের প্রশাসকবৃন্দ কোরআন বিতরণের অবেদন জানায়, তাহলে তাদেরকে স্বাগত জানান হবে। ইংল্যান্ডের বিভিন্ন স্কুলে মুসলমানদের এই পবিত্র বই বিতরণের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোন বাধা প্রয়োগ করা হবে না।
শিক্ষা মন্ত্রী আরও জানান, আমরা এদেশের স্কুলে বিভিন্ন মূল্যবান ইতিহাসের বই সহ পবিত্র কোরআন ও অন্যান্য ধর্মগ্রন্থগুলো প্রবেশ করাতে চাই।
এপর্যন্ত ইংল্যান্ডের বিভিন্ন স্কুলে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এদেশের দাতব্য প্রতিষ্ঠানের সহায়তায় ২৪ হাজার বাইবেল বিতরণ করা হয়েছে।
1017502#
captcha