IQNA

মক্কায়, দ্বাদশতম আন্তর্জাতিক সম্মেলন ‘হজ্ব গবেষণা’ উদযাপন

14:59 - May 29, 2012
সংবাদ: 2337079
আন্তর্জাতিক বিভাগ: দ্বাদশতম আন্তর্জাতিক সম্মেলন ‘হজ্ব গবেষণা’ ২৬শে মে, মক্কার “উম্মুল কোরা’ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সৌদিআরবে প্রিন্টকৃত ‘عكاظ’ সংবাদ পত্রের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: এই সম্মেলন, মক্কার আমীর ‘খালেদ আল ফয়সালের’ তত্ত্বাবধানে বিভিন্ন দেশ থেকে আগত হজ্ব গবেষকদের উপস্থিতিতে “উম্মুল কোরা’ বিশ্ববিদ্যালয়ের ‘মালেক আব্দুল আজিজ’ সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
নাগরিক ও পরিবেশ সংক্রান্ত ক্ষেত্রতত্বসংক্রান্ত বিষয়ের উন্নয়ন, পবিত্র হজ্ব তীর্থযাত্রীদের ভ্রমণ ও স্বাস্থ্যের প্রতি লক্ষ্য, হজ্ব তীর্থযাত্রীদের নিয়ন্ত্রণে কর্তৃপক্ষের ভূমিকা, পরিবেশ ও স্বাস্থ্য নিয়ন্ত্রণ, হজ্বের সময় বিভিন্ন রোগ নিয়ন্ত্রণ সহ হজ্ব সংক্রান্ত অন্যান্য বিষয় নিয়ে এই সম্মেলনে অলোচনা করা হয়েছে।
এছাড়াও দুই দিন ব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে দেশি ও বিদেশি গবেষকদের ৩৫ টি প্রবন্ধ আলোকে আলোচনা করা হয়েছে।
উক্ত সম্মেলনের প্রথম দিনে ভৌগলিক তথ্য সিস্টেমের নিরাপত্তা শক্তিশালী করণ ও এক্ষেত্রে সৌদিআরবের প্রচেষ্টা এবং এই অধিবেশনের শেষে “উম্মুল কোরা’ বিশ্ববিদ্যালয়ের প্রধান অংশগ্রহণকারীদেরকে মূল্যবান পুরস্কারে ভূষিত করে।
1017397#
captcha