IQNA

পাকিস্তানে ‘কোরআন ও আহলে বায়েত (আ.)’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত

18:47 - June 02, 2012
সংবাদ: 2339458
চিন্তা ও বিজ্ঞান বিভাগ: পাকিস্তানের ‘পাঞ্জাব’ প্রদেশের ‘বাহকাম’ শহরে ১০ই জুনে, ‘কোরআন ও আহলে বায়েত (আ.)’ শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে।
ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: উক্ত শীর্ষক সম্মেলন পাকিস্তানী ঐক্য সংগঠনের প্রচেষ্টায় এদেশের শিয়া ও সুন্নি ওলামা ও ‘বাহকাম’ শহরের মুসলমান জনতাদের উপস্থিতিতে স্থানী সময় সকাল ১০ ঘটিকায় শুরু হবে এবং মাগরিবের নামাজ পর্যন্ত অব্যাহত থাকবে।
এই শীর্ষক সম্মেলন সম্পর্কে এদেশের বিশিষ্ট ওলামা হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন হাদী হোসাইন জানিয়েছেন, ‘কোরআন ও আহলে বায়েত (আ.)’ শীর্ষক সম্মেলন, বিশ্বের বুকে মুসলমানদের ঐক্যের আহবান ও ইমাম হোসাইন (আ.)-এর পবিত্র বানী মুসলমানদের মাঝে পৌঁছানোর উদ্দেশ্যে অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, আল্লাহর উপর নির্ভর করে বলছি যে, এই সম্মেলনের মাধ্যমে মুসলমানদের মধ্যে ঐক্য সম্পন্ন হবে এবং ইসলাম ধর্ম অনুসারীদের মধ্যে শান্তি ফিরে আসবে।
1021937#
captcha