ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: পাকিস্তানের বিশিষ্ট গবেষক সাহেদ রাশেদ জানিয়েছে, এই বইটির লেখার মূল উদ্দেশ্য ‘হযরত মুহাম্মাদ (সা.) এর সুমধুর জীবনীকে বিশ্ববাসীর নিকটি পৌঁছে দেওয়া।
‘ফেইজানে নাবাবি’ বইটি সর্বপ্রথম ২০১১ সালের মার্চ মাসে প্রকাশিত হয় এবং পরবর্তীতে জনগণের ব্যাপক অভ্যর্থনার জন্য একই বছরের আগস্ট মাসে দ্বিতীয় বারের জন্য প্রিন্ট করা হয়।
তৃতীয় বারে, প্রকাশকালে এই বইয়ের ভূমিকার সঙ্গে এদেশের বিশিষ্ট সাংবাদিক ‘মাজিদ নেজামী’র লিখিত ‘রাসুলের ভালোবাসা’ নামক একটি অনুচ্ছেদ যোগ করা হয়েছে।
উল্লেখ্য যে, ৩২ অনুচ্ছেদ বিশিষ্ট ৩০৪ পৃষ্ঠার এই বই উর্দু ভাষায় প্রকাশ হয়েছে।
1024889#